আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ১৫টি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৪ আগস্ট শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকায় এই আগুনের সূচনা হয়। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এঘটনায় কেও হতাহত হয়নি। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সুব্রত রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টার দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকায় মোট ১৫টি ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ৩ ইউনিট, ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২ ইউনিট ও ধামরাই ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করলে প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
Leave a Reply