1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

আশুলিয়ায় ৪২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে ৪২ হাজার ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ১৭ আগস্ট শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার মো. মোজ্জামেল হক ওরফে ইকবাল (৪৮) এবং একই জেলার মতুর্জা আক্তার রুমা (৩৭)। র‍্যাব জানায়, ১৬ আগস্ট শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪২ হাজার ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :