ধামরাই প্রতিনিধি : ধামরাই থানা বাসষ্ট্যান্ডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওভার ব্রীজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ট্রাক চালক রাজিব হোসেন নিহত হন। নিহত রাজিব কুষ্টিয়া সদরের জুগিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। আহত হয়েছেন বই সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী আনোয়ার হোসেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ সাভার হাইওয়ে থানায় হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। ধামরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সোহেল রানা জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রাথমিক বিদ্যালয়ের ১ম,২য় ও ৩য় শ্রেণির বাংলা, ইংরেজি ও অংক বিষয়ের ১লাখ ৪৪ হাজার বই নিয়ে ঢাকার মাতুয়াইলের মেসার্স আলিফ প্রিন্টিং প্রেস থেকে একটি ট্রাক চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগরে যাচ্ছিল।ট্রাকটি বৃহস্পতিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসষ্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রীজের মাঝখানের পিলারের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনে ধুমড়েমুচরে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হয়। আহত হয় সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী আনোয়ার হোসেন। সোহেল রানা আরো জানান, ফুটওভার ব্রীজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ।
Leave a Reply