ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে সিএনজিচালিত দুই অটোরিকশা দুর্ঘটনায় প্রতুল সরকার (৪৮) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয় জন। ২৬ সেপ্টেম্বর সোমবার সকালে ধামরাই-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের বাসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রতুল সরকার ধামরাই উপজেলার টোপেরবাড়ি গ্রামের পরেশ সরকারের ছেলে। তিনি পোশাক শ্রমিক বলে জানা গেছে। পুলিশ জানান, সোমবার সকাল ৭টার দিকে অটোরিকশায় করে কর্মস্থলের উদ্দেশে রওয়ানা হন প্রতুল সরকার। পরে ধামরাই-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের বাসনা কবরস্থানের পূর্ব পাশে পৌঁছালে অপরদিক আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রতুলের মৃত্যু হয় এবং আহত হন অটোরিকশার আরও ছয় যাত্রী। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধামরাইয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জলিল বলেন, নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত অটোরিকশা জব্দ করা হয়েছে
Leave a Reply