সবাইকে নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে যে উন্নয়ন বরাদ্দ আসবে, সবাই মিলে কাজ করলে ধামরাইয়ে অবকাঠামোগত কোনো উন্নয়ন বাদ থাকবে না। ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এমএ মালেক বলেন, ধামরাইয়ে জামায়াত-বিএনপিকে কোনো নৈরাজ্য করতে দেওয়া হবে না। আমরা সবাই মাঠে থেকে নৈরাজ্যের প্রতিবাদ করবো। সভায় বক্তব্যে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির বলেন, বেনজির আহমদ ডাক দিয়েছেন বলে আমরা একত্র হয়েছি। তার ডাকে আগামীতেও আমরা সব কর্মসূচিতে সম্পৃক্ত থাকবো। এতে আরও বক্তব্য দেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাখাওয়াত হোসেন সাকু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামিল হোসেনসহ আরও অনেকে।
Leave a Reply