ধামরাই প্রতিনিধি: ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমিসহ ঘরের দলিল চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১০ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রীর পক্ষে জমিসহ গৃহের দলিল হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ। এর আগে তিন পর্যায়ে এ উপহার পেয়েছে ৫০৫টি পরিবার। পর্যায়ক্রমে এ উপজেলায় ৬০০ ভূমিহীন পরিবারকে এ ঘর দেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদ, ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম মমিনুল ইসলাম, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন প্রমুখ।
Leave a Reply