আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বেরন এলাকায় সেতারা গার্মেন্টস লিমিটেডের বেজমেন্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৩ অক্টোবর বুধবার বিকেল ৫টা ২৭ মিনিটে কারখানাটির বেজমেন্টের গুদামে আগুন লাগে।খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার (কন্ট্রোল রুম) রোজিনা ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ৭ তলা বিশিষ্ট কারখানার বেজমেন্টের গুদামে আগুন লাগলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
Leave a Reply