আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও পনের (১৫) গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৫ জানুয়ারি বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। ডিবি পুলিশ জানায়, ২৪ জানুয়ারি মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার এসআই মো. সহিদুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন কুরগাঁও নতুনপারা এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৫ গ্রাম হেরোইনসহ আলী হোসেন (৪০), মতিন (৩৫) ও মো. শাহিন আলম (৩২) নামের তিন এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা প্রত্যেকেই কুরগাঁও নতুনপারা এলাকার স্থানীয় বাসিন্দা। অপরদিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার এসআই মো. শেখ ফরিদ সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকা থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. নাহিদ (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করে। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার মনিরচর এলাকায়। তার বাবার নাম মো. শহিদুল ইসলাম। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মুবাশশিরা হাবিব খানের তত্ত্বাবধানে গতকাল মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
Leave a Reply