আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া এলাকা থেকে ১০৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ (র্যাব)। আটক মাদক কারবারিরা হলেন- মো. আব্দুর রাজ্জাক (২৮) ও মো. জিয়াউর রহমান (২৯)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রবিবার দুপুরে র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল কিনে এনে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার মাদকের ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply