আশুলিয়া প্রতিনিধি: পোশাক শ্রমিকদের সরকার-নির্ধারিত বর্ধিত মজুরি কার্যকর না হওয়া এবং জাতীয় নির্বাচন উপলক্ষ্যে তিন দিনের ছুটি না দেওয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের একটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা সড়কের নবী ট্রেক্সটাইল এলাকায় এ বিক্ষোভ শুরু করেন ডরিন গার্মেন্টসের শ্রমিকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প ও থানা পুলিশ। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সরকার ঘোষিত বর্ধিত বেতন কার্যকর এবং জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি দাবি করেন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ তিন দিন ছুটির দাবি প্রত্যাখ্যান করলে প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। পরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে কয়েকজন শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে জিরানী এলাকার ডরিন নামের পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক তাদের সঙ্গে যোগ দেন। এতে করে প্রায় অচল হয়ে যায় মহাসড়কটি। সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশও এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
Leave a Reply