1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

কৃতি ফিরোজীকে বাঁচাতে সম্মিলিত চেষ্টা; এগিয়ে আসুন আপনিও

  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট : সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক খোরশেদুজ্জামান ফিরোজীর ছোটছেলে কৃতি ফিরোজী দুরারোগ্য ব্যাধি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ভারতের গুরগাঁও, হরিয়ানা মেডেন্টা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করে কয়েক মাস ধরে অবচেতন অবস্থায় বেঁচে আছেন কৃতি। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। পরিবারের আহবানে কৃতির পাশে সাহায্যের হাত বাঁড়িয়েছেন সাভারের রাজনৈতিক নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সাবেক সংসদ সদস্য্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, সাভার পৌরসভার সাবেক প্যানেল মেয়র খোরশেদ আলম নিজেরা সহায়তার পাশাপাশি স্থানীয় সংস্কৃতিকর্মীদের নিয়ে চ্যারেটি কনসার্ট আয়োজন করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। তাদের আহবানে সাড়া দিচ্ছেন অনেকে। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা বিভিন্ন মাধ্যমে সংগ্রহ হয়েছে। কৃতি সুস্থ হয়ে বাড়ি না ফেরা পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন তারা। মানবিক সংগঠন ম্যান ফর ম্যানের রাজীবুল ইসলাম চ্যারেটি কনসার্টের উদ্যোগ নিলে তারাপুরে সাভার সরকারি কলেজ হোষ্টেল মাঠে প্রথম এই কনসার্ট হয়। এরপর ছায়াবিথী শহীদ মজনু একাডেমী মাাঠে এবং ২৫ জানুয়ারি জিরাবোর দেওয়ান ইদ্রিস কলেজ মাঠে চ্যারেটি কনসার্টে কৃতির জন্য অর্থ সংগ্রহ চলে। যা অব্যাহত আছে। এজন্য আজমল আমীন, বোরহান, নিলয়, ইমন, কেনেডি, সোহেলসহ সাভারের সংস্কৃতিকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
কৃতি গতবছর এইচএসসি পাশ করেন। ইন্ডিয়ার গুরগাও, হারিয়ানা মেডেন্টা হাসপাতাল ডা. ভিপি সিং এর তত্ত্বাবধানে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে আছেন কৃতি। তার চিকিৎসায় প্রতিদিন প্রায় ১ লাখ টাকার বা কম – বেশি চিকিৎসা খরচ হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকার উপরে খরচ হয়েছে। ডাক্তার ভিপি সিং এর প্রত্যাশা সুস্থ্য হতে আরো একটি অপারেশন ও থেরাপি প্রয়োজন। এজন্য আরো প্রায় ২৫ লক্ষাধিক টাকা প্রয়োজন। এতো ইংরেজি শিক্ষক ও তার পরিবারের পক্ষে ব্যবস্থা করা সম্ভব নয়। ফিরোজীর বড় ছেলে মিতু ফিরোজী চাকুরী করা অবস্থায় সড়ক দূর্ঘটনায় ডান পা হারিয়ে তিন বছর ধরে বাসায় অবস্থান করছেন। খোরশেদুজ্জামান ফিরোজী অধর চন্দ্র হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে অবসর নিয়েছেন দুই বছর আগে। তার স্ত্রী নাছিমা খানম চাকুরির বেতনের টাকা থেকে বাড়ি তৈরী করার সময় ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। ওই টাকা তাকেই পরিশোধ করতে হচ্ছে। ফিরোজীর শেষ সম্বল গেন্ডার বাড়ির জমি বিক্রির চেষ্টা চলছে। এ অবস্থায় স্বনামধন্য এই শিক্ষকের চরম বিপদে তার কনিষ্টপুত্র কৃতির চিকিৎসা চালিয়ে যেতে সবার মানবিক সহযোগিতা প্রয়োজন। আসুন আমরা আবার প্রমাণ করি- মানুষ মানুষের জন্য- জীবন জীবনের জন্য। কৃতি ফিরোজীর মা-নাছিমা খানম, বিকাশ নম্বর: ০১৭১২৬৭৯৫০৭। ডাচ বাংলা ব্যাংক সাভার শাখার হিসাব নং নাসিমা খানম, এসি নং ১০৭১০৩৪০৫৪৪২, রুউটিং নং ০৯০২৬৪১২২

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :