সংবাদ রিপোর্ট: সাভারে বাসের চাপায় পিয়াস খান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ৩ জুলাই সোমবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রাজ্জাক প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। পিয়াস সাভারের পশ্চিম রাজাশন ডেল্টার মোড় এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে। তিনি ব্যাংক কলোনি এলাকায় বোনের বাসায় থাকতেন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পিয়াস তার দুলা ভাইকে একটি চাবি দেওয়ার জন্য রাজ্জাক প্লাজার সামনে সার্ভিস লেন অতিক্রম করে মূল সড়কের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে সেখানে দাঁড়িয়ে থাকা সেলফি পরিবহনের একটি বাস হঠাৎ পিয়াসকে চাপা দিলে তিনি ছিটকে পড়ে যান। এ সময় পাশে থাকা সোলেমান পরিবহনের একটি বাস পিয়াসকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ধাওয়া করে সেলফি পরিবহনের চালক আলী আকবর ও বাস আটক করেছে। এছাড়া সোলেমান পরিবহনের বাসটি আটক করা হলেও চালক পালিয়েছেন।সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এক বাসের চালককে আটক করা হলেও আরেক বাসের চালক সড়কে বাস রেখে পালিয়ে যান। এ ঘটনায় নিহত পিয়াসে পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply