আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় মাদক বিরোধী পৃথক অভিযানে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৬ জানুয়ারি সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার এস আই মো. সহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন কোন্ডলবাগ পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আকাশ শিকদার (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করে। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার হাসেমপুর গ্রামের মৃত আব্দুল হাই শিকদারের ছেলে। অন্যদিকে ডিবি উত্তরের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাতের নেতৃত্বে অপর একটি অভিযানে আশুলিয়া থানাধীন দুর্গাপুর এলাকা থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আওয়াল হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করে। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মানুপাড়া গ্রামের তছর আলীর ছেলে। এ বিষয়ে ওসি রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মুবাশশিরা হাবিব খান, পিপিএম (সেবা) এর তত্ত্বাবধানে ঢাকা জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চলমান আমাদের নিয়মিত অভিযানে গতকাল দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply