সংবাদ রিপোর্ট: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সবুজ (২৭) নামে এক বাসের হেলপার নিহত হয়েছে। ২২ ফেব্রুয়ারি বুধবার সকালে সাভারের হেমায়েতপুর জোড়পুল এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের ইউটার্ন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানান, ২২ ফেব্রুয়ারি বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এসআই পরিবহনের একটি বাস তার সামনে থাকা অজ্ঞাত অন্য একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে এসআই পরিবহনের চালকের সহকারী সবুজসহ (২৭) আরও একজন আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মৃত্যু হয়। এ ব্যপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, বুধবার সকালে হেমায়েতপুর জোড়পুল এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটি থানায় আনা হচ্ছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা
Leave a Reply