সংবাদ রিপোর্ট : সাভারে অজ্ঞাত গাড়ির চাপায় হাজেরা খাতুন (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মরদেহে সাভার হাইওয়ে থানায় রাখা হয়েছে। ২৭ জুন মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে৷ নিহত হাজেরা খাতুন সাভারের চন্দ্রনারায়ন পুরের বাসিন্দা৷ বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি৷ সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরগামী লেনে বলিয়াপুর এলাকায় এক অজ্ঞাত পরিবহন চাপা দিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই মৃত্যু হয় হাজেরা খাতুনের। পরে খবর পেয়ে নিহতের মরদেহে উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। তিনি বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসছে৷ এ ঘটনায় ঘাতক গাড়িটে চিহ্নিতের চেষ্টা চলছে৷
Leave a Reply