মোঃ সাহিন : সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২১ শুক্রবার জুলাই সকালে যুবলীগের আয়োজনে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার নিউ মার্কেটের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে রানা প্লাজার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসিম পাভেল। এ সময় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিরোধীদের যে কোনো চক্রান্ত মোকাবিলায় মাঠে থাকবেন বলে জানান তারা।
এ শোভাযাত্রায় অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহম্মেদ তৌফিক প্রবাল, আশুলিয়া থানা যুবলীগের সভাপতি প্রার্থী রাজু আহমেদ, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি উৎস মোল্লা প্রমুখ।
Leave a Reply