সংবাদ রিপোর্ট: সাভারে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহনকারী সকল দেশের সমর্থকদের মেলবন্ধন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাসেল আহমেদ রাজীব স্মৃতি সংসদের উদ্যোগে ১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার পর সাভার সাব-রেজিষ্ট্রি অফিস চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমর্থকেরা বিভিন্ন দেশের ফুটবলের জার্সি পরা থাকলেও সবার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। ‘সম্প্রীতি সমাবেশে’ আর্জেন্টিনা, ব্রাজিল, পুর্তুগাল, স্পেন, জার্মানী, মরক্কো, ফ্রান্স, সৌদী আরবসহ কয়েকটি দেশের কয়েক হাজার ফুটবল সমর্থক অংশগ্রহণ করেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার মো. কামরুজ্জামান খানের সভাপতিত্বে এবং আমিনুল মোমেনিন জাপান- এর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন, সাভার পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। বিশেষ অতিথি ছিলেন সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রঞ্জন সাহা রুনু, সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীম, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিশ^াস, সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কাদের তালুকদার, সাধারণ সম্পাদক স্মরণ সাহা। অনুষ্ঠানের আয়োজক ছিলেন টুটুল সরকার।
অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ফখরুল আলম সমর বিজয়ের মাস ডিসেম্বরের শুরুর দিনে উপস্থিত সবাইকে ভিনদেশী পতাকা না টাঙ্গানোর অনুরোধ করে অঙ্গীকার করান। তিনি বলেন, ফুটবল খেলাকে ভালবেসে বাংলাদেশ একদিন বিশ^কাপ ফুলটবলে অংশ দিয়ে চ্যাম্পিয়ন হবে এমন স্বপ্ন দেখতে হবে। পছন্দের দেশ থাকলেও স্বাধীন বাংলাদেশে অন্য দেশের পতাকা টাঙানো রাষ্ট্রদোহের শামিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তা ভুলে গেলে চলবে না, সবার ভেতরে দেশপ্রেম থাকতে হবে।
Leave a Reply