সংবাদ রিপোর্ট: সাভার পৌরসভার ৯নং ওয়ার্ড গেন্ডা মহল্লায় সিনিয়র বনাম জুনিয়র প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ বুধবার বিকেলে গেন্ডা বিল পার মাঠে সিনিয়র বনাম জুনিয়র ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উৎসবমূখর পরিবেশে বিপুলসংখ্যক দর্শক উপস্থিতিতে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের মাঝে পুরষ্কার বিতরন করেন গোলাম মহিউদ্দিন খান শান্তনু, খোকা মাদবর, শরিফ খান, আনোয়ার হোসেন লিপু, বিপুল খান, শফিকুল ইসলাম সাগরসহ আরও অনেকে। ৩-০ গোলে জুনিয়র দল সিনিয়র দলকে হারিয়ে চ্যাম্পিয়ন এর ট্রফি অর্জন করেন। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হয় জুনিয়র দলের অধিনায়ক আলিফ। রার্নাসআপ দলের অধিনায়ক আরাফ এর নেতৃত্বে সকল খেলোয়াররা রার্নাসআপ ট্রফি গ্রহন করেন। অবশেষে রাতের বেলা ভুড়ি বুঝে আয়োজন করা হয় সেই সময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুজ্জামান খান মুরাদ, গোলাম ফয়েজ উদ্দিন শিহাব, হাসান, টুটুল, সাইদুল, রুবেল, জসিম, রবিন, রাসেলসহ আরো অনেকেই।
Leave a Reply