সংবাদ রিপোর্ট: নেতাকর্মীকে আটকের পর মামলা দায়ের শেষে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ১৯ নভেম্বর শনিবার দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা। এর আগে শুক্রবার বিকেলে ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে জামাতের রুকন সম্মেলন থেকে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জিহাদি বই, লিফলেট, সাতটি তাজা ককটেল, চাঁদা রশিদ উদ্ধার করা হয়। এ সময় আহত হয় পুলিশের ৪ সদস্য।
আটককৃতরা রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানা এবং রাজধানী ছাড়াও দেশের ১৭ জেলা থেকে এসেছিলেন বলে পুলিশ জানায়। পুলিশ আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর শুক্রবার বিকেলে ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়। তারা গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করেছিলেন। পরে সাভার মডেল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটকরা নাশকতার পরিকল্পনা করছিলেন বলেও জানিয়েছে পুলিশ। সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় সন্ত্রাস বিরোধী ও সরকারি কাজে বাধা প্রদান করায় দুটি মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকদের সাথে আলাপকালে অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিদুল ইসলাম জানায়, জামাত শিবিরের নেতা কর্মী ও সমর্থকরা সম্মেলনের নামে রাষ্ট্রের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে সমেবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের উপর লাঠি সোটা নিয়ে হামলা চালায়। এই ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়। আহতদের সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Leave a Reply