সংবাদ রিপোর্ট: করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সাভারের ভাকুর্তার গহনাপল্লীর কারীগরদের নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পর সেখানে কারীগরদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঋণ প্রদান করা হয়েছে। ২৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ভাকুর্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবির) সাভার কার্যালয়ের উদ্যোগে ৪১ জন নারী ও পুরষ কারীগরদের মাঝে দুই বছরের জন্য প্রণোদনা এ ঋনের চেক বিতরণ করেন বিআরডিবির মহাপরিচালক (গ্রেড ১) সাহেদ আলী। এসময় ৪১ জন গহনা কারীগরদের মাঝে ৪৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সরকারী এ ঋণের টাকা দিয়ে নতুন করে গহনা কারীগররা আবারও নতুন করে ভালো ভাবে ইমিটেশন কিনে ব্যাবসা করতে পারবেন বলে জানিয়েছেন তারা। জানা যায় ঐহিত্যবাহী ভাকুর্তা বাজারে প্রায় ১১ হাজার ইমিটেশন ব্যবসায়ী রয়েছে। তাদের নিপুন হাতের ছোওয়ায় তৈরি তামা পিতলের এসব গহনা দেশের বিভিন্ন স্থানে রপ্তানী হচ্ছে। যার মধ্যে নারীদের গলার গহনা, কানের দুল, চুরি, চেইন, আংটিসহ ইত্যাদি। পরে করোনা ভাইরাসের কারণে গহনা পল্লীর কারীগরদের মাঝে বিভিন্ন ভাবে আর্থিক সংকট দেখা দিলে এ শিল্প বন্ধ হওয়ার উপক্রম হয়। এনিয়ে গত কয়েক মাস আগে আর্থিক সংকটে সাভারের ভাকুর্তার গহনার কারীদের নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেখানে ঋণ দেওয়ার পরিকল্পনা করেন বিআরডিবি।ঋন পেয়ে এসময় কারীগররা সন্তোষ প্রকাশ করেছেন। ঋণের চেক বিতরণ শেষে বিআরডিবির মহা-পরিচালক গহনা বাজার পরিদর্শন করেন ও কারীগরদের সাথে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা সভা করেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে ঋণ বিতরণে এসময় বিআরডিবির পরিচালক আবদুর রশিদ, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, বিআরডিবির উপ-পরিচালক গোলাম সারওয়ার মোস্তফা, সাভার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাজ্জাদ হোসেনসহ আরো অনেকে।
Leave a Reply