সংবাদ ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা একটি উন্নয়শীল বাংলাদেশ পেয়েছি। আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি। বঙ্গবন্ধুরর জন্ম হয়েছিল বলে আমরা স্বাধীন ও সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু আমাদের একটি সংবিধান, একটি মাত্রচিত্র, একটি ভূখন্ড, জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা উপহার দিয়ে গেছেন। আজ এ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৮ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করতে পারছি। ১১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গায় খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ‘১৫৮ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব- ২০২২’ অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাখাতসহ সবক্ষেত্রে উন্নয়ন করেছেন। সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে। প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন একাডেমী ভবন, ল্যাবসহ অবকাঠামো উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রীর সরকার দেশে হাজার হাজার স্কুল-কলেজ এমপিওভূক্তকরণ করেছেন। সেইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষকাদের নিয়োগ দিয়েছেন। আওয়ামী লীগ সরকার ২০ বছরে দেশে অতুলনীয় উন্নয়ন করছেন। আজ দেশের মানুষ সবক্ষেত্রে উন্নয়নের ছোয়া পাচ্ছেন। প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নে বিজ্ঞানাগার এবং প্রযুক্তি শিক্ষার উন্নয়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান করছেন। যার ফলে অনেক গরীব শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রধান শিক্ষক (অবঃ) আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোর-২ (নলডাঙ্গা-নাটোর সদর) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১৫৮ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব-২০২২ পরিচালনা কমিটি আহবায়ক মোঃ আঃ কাদের, সদস্য সচিব প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক- শিক্ষিকা, সাবেক শিক্ষার্থী স্মৃতিচারণ, রত্নাগর্ভা মা সম্মাননা প্রদান, বৃক্ষরোপন এবং সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
Leave a Reply