সংবাদ রিপোর্ট: নারীসহ ৪ জনের একটি দল প্রথমে ব্যাটারী চালিত অটোরিকশা ভাড়া নেয়। চালকের আস্থা অর্জনের জন্য তাদের সাথে রাখা হয় নারী সদস্য। তাদের দেখে বোঝার উপায় নেই তারা যাত্রীবেশে ছিনতাইকারী। সরল বিশ্বাসে তাদের ফাঁদে পা দিয়ে অটোরিকশা হারায় চালক। এমন একটি চক্রের মূলহোতাসহ ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় চোরাইকৃত ১১ টি ব্যাটারীচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- দলনেতা শানু খাঁ (৪১), মোঃ মোজাফ্ফর আকন্দ ওরফে স্বপন (৩৫), মোঃ আবু তাহের (৪৫), মোঃ সুজন হাওলাদার (২৭), আঁখি আক্তার (২৩), মোঃ রাশেদ (৪০), মাসুদ হাওলাদার (৪৮), মোঃ সাইফুল ইসলাম ওরফে জয় রাজবংশী (২৭), মোঃ আকাশ মৃধা (২৫), মোঃ কাদির মৃধা (৪৫), মোঃ তপন (২৭), ও মোঃ আসলাম হোসেন(৪৮)। এদের বিরুদ্ধে এর আগেও নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিক্সা চুরি ও চোরাই অটোরিক্সা ক্রয়-বিক্রয় সহ মাদক মামলা রয়েছে। অভিযানকারী কর্মকর্তা ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, গ্রেপ্তাররা প্রায় সাত-আট বছর ধরেই কেরানীগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে ব্যাটারী চালিত অটোরিকশা চুরি করেন। পরে এসব অটোরিকশায় ৪০ থেকে ৫০ হাজার টাকায় ক্রয়-বিক্রয়কারী চক্রের কাছে বিক্রি করে। ক্রয়-বিক্রয়কারী চক্র আবার এগুলোতে রং পরিবর্তন করে ৬০ থেকে ৭০ হাজার টাকায় বিক্রি করেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবিব খান জানান, মূলত গভীর রাত, ভোরবেলা কিংবা দুপুরে অটোরিকশা চালককে টার্গেট করে চক্রটি। পরে যাত্রীবেশে চালকের আস্থা অর্জন করে কৌশলে চা, জুস বা ক্রীম বিষ্কুটের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে দেয়। কয়েক মিনিটের মধ্যে চালক অজ্ঞান হয়ে গেলে তাকে নির্জন স্থানে ফেলে অটোরিকশা চুরি করে নিয়ে যায় চক্রটি। অটোরিকশা ছিনতাইয়ে আরেকটি কৌশল ব্যবহার করে চক্রটি। তারা চালককে কিছু ক্রয় করতে পাঠিয়ে দেয়। চালক ক্রয় করতে গেলে রিকশা নিয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply