ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে স্ত্রীর মরদেহবাহী গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রাস্তায় প্রাণ হারিয়েছেন ফরিদুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তি। এঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। ২০ নভেম্বর বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম পাবনা জেলার রাজাপুর এলাকার ফিরোজ মিয়ার ছেলে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার স্ত্রীর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স যোগে মানিকগঞ্জে যাচ্ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরে ঢাকা থেকে মানিকগঞ্জগামী মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগে। এ সময় ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। এবং আরও ৫ জন আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply