1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

ডিবির পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ ২জন আটক 

  • আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া এবং ধামরাইয়ে মাদক বিরোধী পৃথক অভিযানে ৫শ ৫০ গ্রাম গাঁজা ও ১০ হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৬ ডিসেম্বর শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা জেলার আশুলিয়া এবং ধামরাই থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার এসআই মো. সহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন কুঁড়গাও নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ মোঃ জাকারীয়া ইসলাম ওরফে পায়েল (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করে। তার বাবার নাম মোসলেম উদ্দীন। অন্যদিকে উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে অপর একটি অভিযানে ধামরাই উপজেলাধীন শ্রীরামপুর এলাকা থেকে আধা কেজি গাঁজাসহ আ. রফিক (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করে। তার বাবার নাম মৃত কফিল উদ্দিন। এ বিষয়ে ওসি রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মুবাশশিরা হাবিব খান, পিপিএম (সেবা) এর তত্ত্বাবধানে ঢাকা জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চলমান আমাদের নিয়মিত অভিযানে গতকাল দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আসামিদ্বয়ের বিরুদ্ধে উভয় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :