সংবাদ রিপোর্ট: সাভারের স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঢাকা ১৯ আসনে (সাভার- আশুলিয়া) তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। ব্যক্তিগত কারণ দেখিয়ে ৮ নভেম্বর বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে পদত্যাগপত্র পাঠালেও মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্যই তার এই পদত্যাগ বলে জানা গেছে। সাইফুলের ঘনিষ্ঠজনরা দাবি করছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাইফুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়নের ব্যাপারে অনেক বেশি আশাবাদী। একাধিক গোয়েন্দা সংস্থা তাকে এ ব্যাপারে সংকেত দিয়েছে বলে তার ঘনিষ্ঠরা দাবি করছে। সংসদ নির্বাচন করতে যাতে কোন সমস্যা না হয় এজন্য তার আগাম পদত্যাগ।
Leave a Reply