1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে এনসিপির শ্রদ্ধা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

আশুলিয়া সংবাদদাতা : সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ৪ মার্চ মঙ্গলবার সকাল আটটায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে এ সময় বীর শহীদদের স্মরণে তারা এক মিনিট নীরবতা পালন করেন। পরে তারা গণমাধ্যমের সাথে কথা বলেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইমলাম এসময় বলেন, ২০২৪ গণঅভ্যুত্থান সহ সকল লড়াইয়ের আখঙ্কাকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণ করবো মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও ফ্যাসিবাদের কারণে স্বার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বারবার ভেঙে পড়েছে আমাদের একটি গণতান্ত্রিক সংবিধান গড়তে হবে একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান গণ পরিষদ নির্বাচন প্রয়োজন জানিয়ে তিনি আরও বলেন,তরুণরাই রাষ্ট্র গঠন করবে এবং জাতিয় নাগরিক পার্টি সাংগাঠিক কার্যক্রম বিস্তার করা হবে জানিয়ে তিনি আরও বলেন,জুলাই গণঅভ্যুত্থানের বিচার দ্রæত করতে হবে বলেও বলেন তিনি। পরে গণমাধ্যমের সাথে কথা বলার শেষে তারা রাজধানীর রায়ের বাজারে ২৪ এর গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এর উদ্দেশ্যে রওনা দেন। এসময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :