আশুলিয়া প্রতিনিধি: সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ ডিসেম্বর। এ উপ-নির্বাচনে শুধু মাত্র চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ ঘোষণা পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সকল প্রার্থী ও তাদের সমর্থকরা। এ উপ-নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর মোশারফ হোসেন মুসা। তাকে ভোটে বিজয়ী করে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য কাজ করছেন এই ইউনিয়ন ৯ মেম্বার। শুধু মেম্বারগনই না রয়েছেন এই ইউনিয়নের মহিলা মেম্বারও। তারা নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। ইউপি সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্যরা তাদের আগামী দিনের চেয়াম্যান হিসেবে নৌকার মনোনীত প্রার্থী মোশারফ হোসেন মুসাকে চান। মোশারফ হোসেন মুসা তাদের আস্থা রক্ষা করতে পারবেন বলেও তারা আশাবাদী। তাদের দাবী বর্তমান প্রার্থীদের মধ্যে আমাদের কাছে মোশারফ হোসেন মুসাকে যোগ্য মনে হয়েছে। তাই আমরা মুসা ভাইয়ের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। এ জয় শুধু মুসা ভাইয়ের জয় নয়, এ জয় আওয়ামী লীগের জয়। এ জয় নৌকা মার্কার জয়। তাই আমরা মোশারফ হোসেন মুসা ভাইয়ের পক্ষে কাজ করে যাচ্ছি। ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য হালিশ মৃধা বলেন, আগামী ২৯ ডিসেম্বর ইনশাআল্লাহ সুষ্ঠ নির্বাচন হবে। ইভিএম-এ ভোট হবে। আমাদের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোশারফ হোসেন মুসা। আমরা আশাবাদী সে নির্বাচিত হবে। আমরা ইতিমধ্যে এই ইউনিয়নের ৯জন মেম্বার আর একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। মোশারফ হোসেন মুসা অনেক ভালো ছেলে, একটা ভদ্র ছেলে। তার জন্য বানিয়ে বলার কিছু নেই। সে সত্যি একজন নম্র-ভদ্র ছেলে। তাই আমরা তার পক্ষে কাজ করছি। নৌকার পক্ষে কাজ করার বিষয়ে ৯নং ওয়ার্ডের সদস্য ফারুক মিয়া বলেন, আপনারা যা জানেন তা সত্য। আমরা ৯ জন মেম্বার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলে ১০ জনই নৌকার পক্ষে আছি। যিনি নৌকা পেয়েছেন তিনি আসলেই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। সব দিক থেকেই তিনি একজন ভালো লোক। বর্তমানে যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে মুসা ভাই যোগ্য লোক। তিনি আরও বলেন, আমরা মনে করি উনি যদি পরিষদে বসতে পারেন। আমরা যে মেম্বাররা আছি, তারা আমরা সুন্দরভাবে কাজ-কাম করতে পারবো। উনার কাজ-কাম করার মত মন-মানষিকতা আছে। এমনিতেও চেয়ারম্যান না হয়ে এলাকায় ব্যাক্তিগত ভাবে অনেক কাজ-কাম করেছেন। তাই আমরা সব দিক চিন্তাভাবনা করেই উনার সাথে আছি, ইনশাআল্লাহ। ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, নৌকা যে পেয়েছে সে একজন ভালো লোক। সে আগে এই ইউনিয়নের যুবলীগের সভাপতি ছিল। বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আগে যে চেয়াম্যান ছিল তার সাথে কাজ করেছি। উন্নয়ন মূলক কোনো কাজ-কর্ম করতে পারি নাই। মেম্বারদের সাথে কোনো সমন্বয় করতো না, যার কারনে আমরা সব মেম্বার এই প্রার্থীকে সমর্থন দিয়েছি। প্রসঙ্গত যে, গত ২৮ অক্টোবর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুইয়া (মাষ্টার) ইন্তেকাল করেন। তিনি গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেছিলেন।
Leave a Reply