আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বিদেশী মদসহ নজরুল ইসলাম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট হতে ৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। ২৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে প্রিজনভ্যানে করে আশুলিয়া থানা থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে ২৪ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নজরুল ইসলাম (২০) ময়মনসিংহ জেলার বাসিন্দা জামাল হোসেনের ছেলে। সে মাদক কারবারিদের অর্ডারের ভিত্তিতে ময়মনসিংহ থেকে মাদক ক্রয় করে আশুলিয়া সহ ঢাকার আশপাশের এলাকায় সরবারাহ করতো বলে জানা যায়। পুলিশ জানায়, ২৪ সেপ্টেম্বর শনিবার রাতে আশুলিয়ার বিশমাইল এলাকায় ডিউটিরত অবস্থায় ছিলাম। এমন সময় ওই মাদক ব্যবসায়ী আমাদের দেখে রিক্সা থেকে নেমে ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন আমাদের সন্দেহ হওয়ায় আমরা তাকে দৌড়ে ধরি। পরে তার হাতে থাকা ব্যাগের ভিতর ৮ বোতল মদ পাওয়া যায়। এ বিষয়ে আশুলিয়া থানার এএসআই নুরুল ইসলাম নাহিদ বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply