আশুলিয়া প্রতিনিধ : আশুলিয়ায় চাঞ্চল্যকর ৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. সিরাজ ভূঁইয়াকে (৫৫) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।৩১ আগস্ট বুধবার দুপুরে নরসিংদী জেলার পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১ আগস্ট আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এক পোশাককর্মীর কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। মামলার এজার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট ঘোষবাগ এলাকায় পোশাক শ্রমিকের ৪ বছরের কন্যা শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে জঙ্গলে নিয়ে যান স্থানীয় বাড়িওয়া সিরাজ। পরে ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী চিৎকার শুরু করেন। চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে পালিয়ে যান সিরাজ। খবর পেয়ে ভুক্তভোগীর মা কারখানা থেকে ছুটে এসে সিরাজের বাড়িতে গিয়ে ঘটনা খুলে বলেন। পরে স্থানীয় শুভসহ বেশ কয়েকজন ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। তবে কৌশল করে সিরাজের নামের পরিবর্তে মহসিনের নাম বলে ভুল বোঝানো হয় ভুক্তভোগীদের। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে প্রাথমিক তদন্তে আসে আশুলিয়া থানা পুলিশ। তদন্ত করে সিরাজের বিরুদ্ধে মামলা না নিয়ে মহসিনের বিরুদ্ধেই মামলা নেয় পুলিশ। তবে মুল অভিযুক্ত সিরাজকে আজ গ্রেপ্তার করেছে র্যাব। সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার কৃত অপকর্মের বিষয়টি স্বীকার করেছেন। এ ব্যাপার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply