আশুলিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে আজ বুধবার আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়েছে। এ সময় নেতারা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ২৮ সেপ্টেম্বর বুধবার বিকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ কার্যালয় মাঠে এ জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মো. কবির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন ও সদস্য অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ান।
আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. মঈনুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় এবং ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নূরুল আমীন সরকারের সার্বিক তত্ত্ব¡াবধানে এসময় আরো উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন মূসা, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আমীর হোসেন জয়, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম খাঁন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন ভূঁইয়া, অর্থ বিষয়ক সম্পাদক মো. রিপন পলান, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা, ওয়ার্ড যুবলীগ নেতা রিয়াজ পালোয়ান প্রমুখ।
Leave a Reply