আশুলিয়া প্রতিনিধি: মাইগ্রেশনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে আশুলিয়ায় নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ১৬ নভেম্বর বুধবার বেলা ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুরে অবস্থিত মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, মেডিকেল কলেজ কর্তৃপক্ষের মিথ্যা আশ্বাস ও আদালতের কিছু কাগজপত্র দেখিয়ে তাদের ভর্তি করান। প্রথম বর্ষে বিএমডিসি রেজিস্ট্রেশন এনে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। অনিশ্চয়তার মুখে ৪৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ। ফলে শিক্ষার্থীরা অন্য কলেজে মাইগ্রেশনের দাবিতে আন্দোলনে নেমেছেন।আন্দোলনরত শিক্ষার্থী মো. ইয়াহিয়া শুভ বলেন, আমরা মাইগ্রেশন চাই। একই সঙ্গে মাইগ্রেশনের অথরিটির জন্য আমরা প্রতিষ্ঠানের এমডিকে চাই। তিনি এখানে আসবেন, কথা বলবেন এবং রিট তুলে মাইগ্রেশন দিবেন। এর আগ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করবো। মেডিকেল কলেজটির অধ্যক্ষ রুহুল কুদ্দুস বলেন, সাতদিন হলো আমি যোগদান করেছি। এমডির সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply