1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

আশুলিয়ায় ছিনতাইকারী ধরে নিয়ে থানায় হাজির তরুণী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

আশুলিয়া প্রতিনিধি : চলন্ত ভ্যান থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের পরপরই ছিনতাইকারীর পিছু নেয় ভুক্তভোগী এক তরুণী। বেশ কিছু দূর ধাওয়া করে অবশেষে নিজেই পাকরাও করেন ছিনতাইকারীকে। ছিনতাইকারীর কবলে পড়া পোশাক শ্রমিক তরুণীর চিৎকার শুনে এগিয়ে এসে সহায়তা করেন পথচারীরাও। ২১ নভেম্বর সোমবার রাত ৮ টারদিকে আশুলিয়া থানার সামনে দেখা যায়, ছিনতাইকারীকে ধরে ওই তরুণী নিজেই থানায় নিয়ে এসেছে। ভুক্তভোগী তরুণীর নাম সুমাইয়া। সে পেশায় পোশাক শ্রমিক। তার গ্রামের বাড়ি বরিশাল, বর্তমানে আশুলিয়াতেই স্বপরিবারের বসবাস করছেন। অফিস ছুটির পর বাসায় ফেরার সময় চলন্ত ভ্যান থেকে ছিনতাইয়ের শিকার হন তিনি। সন্ধ্যা ৭ টারদিকে আশুলিয়ায় অবস্থিত ঢাকা রফতানি প্রক্রিয়া করণ অঞ্চল (ডিইপিজেড) এর সামনে এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারী সুমন সরকার বগুড়া জেলার শেরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তরুণীর এমন সাহসিকতা দেখে প্রশংসা করেন পথচারী ও প্রত্যক্ষদর্শীরা। এদিকে ছিনতাইকারীকে ধরতে পারলেও মোবাইলটি তখন পাওয়া যায়নি। ছিনতাইকারী সুমনের দাবি সে দৌড়ানোর সময় মোবাইলটি ফেলে দিয়েছে। খোয়া যাওয়া মোবাইলটি উদ্ধারের চেষ্টা করছে বলে জানায় আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) মিজানুর রহমান বলেন, এমন ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে এবং মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :