আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার একটি বিল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ১৯ সেপ্টম্বর সোমবার দুপুর ১২ টার দিকে আশুলিয়ার দক্ষিণ কবিরপুর এলাকার কামারবান বিল থেকে ওই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি। তবে পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। স্থানীয়রা জানায়, দুপুরে ওই বিলে কচুরিপানা পরিস্কার করতে যান এক ব্যক্তি। এসময় কচুরিপানা সরালে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পান তিনি। পরে স্থানীয়দের জানালে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, নিহতের গায়ে কোন জামা কাপড় ছিলো না।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৪ থেকে ৫ দিন আগে কেউ মরদেহটি ফেলে রেখে যেতে পারে। এটি হত্যাকান্ড বলেই আমরা প্রাথমিকভাবে মনে করছি। নিহতের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। পরিচয় পাওয়া গেলে হত্যার কারন সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply