আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়া হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ২৮ নভেম্বর সোমবার আশুলিয়ার ঘোসবাগ থেকে গোপন সংবাদে ভিত্তিতে ১০ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল। দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মীরাটঙ্গী গ্রামের আজিজার রহমানের ছেলে রাজু আহম্মেদ (৩৫) কে গ্রেপ্তার করে। রাজু দীর্ঘ দিন ধরে আশুলিয়া বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শাহাদাত বলেন, গতকাল সোমবার রাতে গোপন সংবাদ ছিলো মাদক বেচাকেনা হবে এমন তথ্যের ভিত্তিতে হিরোইনসহ রাজু কে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, মাদক ব্যবসার সাথে যেই জড়িত থাক তাকেই গ্রেফতার করা হবে। তিনি আরও বলেন মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় মঙ্গলবার হস্তান্তর করা হবে দুপুরে।
Leave a Reply