1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন

আশুলিয়া স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাসায় ডেকে নিয়ে খুন

  • আপডেট সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে বাসায় ডেকে নিয়ে খুনের ঘটনায় ঝিনাইদহ থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে তাদের ঝিনাইদহ থেকে আশুলিয়া থানায় আনা হয়। আজ তাদের আদালতে পাঠানো হবে। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির। এর আগে ভোরে ঝিনাইদহ সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টুটুল (২২) কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ এলাকার গোবিন্দপুর গ্রামের রবিউলের ছেলে। তার স্ত্রী জেসমিন (২০) একই থানার কালিনাথপুর গ্রামের জসিমের মেয়ে। নিহত উজির আলী মন্ডল কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ এলাকার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। অভিযুক্ত টুটুলের বাড়ি একই গ্রামে। পুলিশ জানায়, উজির আলী মন্ডলকে খুনের পর গা ঢাকা দেয় টুটুল ও তার স্ত্রী জেসমিন বেগম। পরে তাদের মোবাইল নম্বরের অবস্থান শনাক্ত করে ভোরে ঝিনাইদহ জেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তারা পুলিশের হাতে ধরা পড়ে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত উজির আলীর সঙ্গে আসামি জেসমিনের অনৈতিক সম্পর্ক ছিল বলে জানা গেছে। এরই জেরে উজির আলীকে তারা খুন করেছে। প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর রবিবার রাতে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকায় মো. আসলামের ভাড়া বাড়ি থেকে উজির আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অবস্থায় নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। পরে নাম-পরিচয় শনাক্ত হলে নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :