আশুলিয়া প্রতিনিধি: বিএনপি-জামায়াত কর্তৃক দেশের বিরুদ্ধে অপ-প্রচার ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন পদযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই শুক্রবার সকাল সাড়ে দশটায় আশুলিয়ার বাইপাইল এলাকায় অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে, উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বাস্তবায়িত নানা উন্নয়ন কর্মকান্ড’র সমর্থনে ঢাকা-চন্দ্রা মহাসড়কে ‘উন্নয়ন পদযাত্রা’ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ এমপি, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখসহ আশুলিয়া থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে, বাইপাইল এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান এমপি, বেনজীর আহমেদ এমপি, ফারুক হাসান তুহিন, মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্বাচন কমিশনের তত্বাবধানে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং শেখ হাসিনা সাধারণ মানুষের ভোটে আবারও নির্বাচিত হয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তবে দেশকে অস্থিতিশীল করায় বিএনপি-জামায়াতের যেকোনো অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকে রুখে দেওয়া হবে বলেও জানান শান্তি সমাবেশে উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply