আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অপহরণের শিকার ১০ বছরের এক শিশুকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।২৮ আগস্ট সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে, ২৭ আগস্ট রবিবার রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক ও অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার মো. আশিক (১৮) ও ময়মনসিংহ জেলার মো. আতাব আলী (৫৫)। লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গত ২৭ আগস্ট দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ১০ বছরের ওই শিশু খেলাধুলা করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে বিকেলে অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমের বড় বোনের ব্যবহৃত মোবাইলে ফোন করে জানায় যে, উক্ত শিশুটি তাদের হেফাজতে আছে এবং তাকে ফেরত পেতে ২০ হাজার টাকা মোবাইল ব্যাংকের মাধ্যমে মুক্তিপণ দিতে হবে। মুক্তিপণের টাকা না দিলে তারা ভিকটিমকে পাচার করে দেয়াসহ হত্যার হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিমের পিতা নিরুপায় হয়ে র্যাব-৪ বরাবর একটি লিখিত অভিযোগ দিলে তাৎক্ষণিক ছায়া তদন্ত এবং মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারী শুরু করে র্যাব-৪। যার প্রেক্ষিতে গত ২৭ আগস্ট রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের সদস্য আশিক ও আতাব আলীকে আটক করা হয়। পরে তাদের দেখানো মতে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply