আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ সাব্বির হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ৬ নভেম্বর বুধবার দুপুরে আটক মাদক কারবারিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, ৫ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ধনাইদ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন। আটক সাব্বির হোসেন খুলনা জেলার খালিশপুর থানার মারোয়ারি গ্রামের হাজী মৃত বাবুল মিয়ার ছেলে। সে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় খোকনের মালিকানাধীন ভাড়াবাড়ীতে বসবাস করে মাদক কেনা-বেচা করতো বলে জানা যায়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, মঙ্গলবার রাতে আশুলিয়ার ধনাইদ এলাকায় জেনারেশন নেক্সট ফ্যাক্টরীর পাশে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টাকালে ১০০ পিস ইয়াবাসহ সাব্বির হোসেন নামের একজনকে আটক করি। এ ঘটনায় উক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply