আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া এলাকা থেকে ৩২১ গ্রাম হেরোইনসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো. মিনহাজ কবির (২২), মো. আশুরুদ্দীন হক (২৬), মো. আসাদুল ইসলাম (২৪)। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৪। এতে বলা হয়, ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যমানের ৩২১ গ্রাম হেরোইনসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিলেন। গ্রেফতারদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব-৪।
Leave a Reply