আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান পরিচালনা করে ৩১১ গ্রাম হেরোইনসহ মোঃ আবু তাহের প্রকাশ মামুন (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪। ১২ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় প্রায় প্রায় অর্ধকোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়। আটক মোঃ আবু তাহের প্রকাশ মামুন রাজশাহী জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি ওই এলাকা থেকে মাদক সংগ্রহ করে আশুলিয়ার বিভিন্ন স্থানে সরবরাহ করতো। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইলে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩১১ গ্রাম হেরোইনসহ ও মাদক ব্যবসায়ীকে খটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো বলে স্বীকার করেছেন। সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আটক ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব ৪ এর এই কর্মকর্তা।
Leave a Reply