আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলের লিফটে প্রায় আধা ঘণ্টা আটকে ছিলেন রোগীসহ ১৫ জন। পরে তাদের লিফট থেকে উদ্ধার করে ধামরাই ফায়ার সার্ভিস। ২৫ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল এলাকার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলের লিফট আটকে যায়। লিফটে আটকে পড়া আরিফ বলেন, সিজারের রোগীসহ ১৫ জন রোগী ও রোগীর স্বজন লিফটে আটকা পড়ি। কোনো উপায় না পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসে খবর দেই। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টায় লিফট থেকে আটকা পড়া রোগীদের উদ্ধার করে। লিফটে আটকাপড়া সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ফায়ার সার্ভিস জানায়, আরিফ নামের এক যুবক ১২টা ৫৫ মিনিটে ফোন করে লিফটে আটকা পড়ার খবর জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করা হয়। লিফটে ৫ নারী, তিন শিশু ও ৭ জন পুরুষ ছিল। ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে লিফট থেকে তাদের উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ্য রয়েছেন।
Leave a Reply