আশুলিয়া প্রতিনিধি: সামান্য অথবা ভারী বৃষ্টি দুটোতেই রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকা তলিয়ে যায় পানিতে। সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কখনো কখনো সড়কের পানি দোকানপাটসহ সড়ক ঘেঁষা বাড়িঘরেও ঢুকে পরে। জলাবদ্ধতার কারণে চলাচলের ক্ষেত্রে ভোগান্তিতে পরতে হচ্ছে সকলকে। অতিষ্ঠ হয়ে পড়ে জনজীবন। এ সমস্যা থেকে দ্রুত মুক্তির দাবিতে সড়কে জমা পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।৭ অক্টোবর শনিবার আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে ‘জলাবদ্ধতামুক্ত আশুলিয়া’ এই ব্যানারে মানববন্ধন করেন ২৫ টি শ্রমিক সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী। এসময় তাঁরা সরকারের কাছে এই জলবদ্ধতা সমস্যার দ্রুত সমাধানে কার্যকরী পদক্ষেপের দাবি জানান।
মানবন্ধনে গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন বলেন, আশুলিয়ার গূরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। শ্রমিকরা যাতায়াতে ভোগান্তির শিকার হন। সড়কে হাঁটু পর্যন্ত পানি জমায় সময় মতো তাঁরা কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে না। প্রশাসনের কাছে বার বার বলার পরেও তাঁরা দৃশ্যমান কোনো সমাধান দিতে পারেনি। আমরা এখন এই সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমন সিকদার বলেন, ড্রেনের অব্যবস্থাপনার কারণে আশুলিয়ায় আমাদের সবসময় কৃত্রিম বন্যার সম্মুখীন হতে হয়। এই নোংরা পানি দিয়ে আমাদের শ্রমিকদের চলাচল করতে হয় যার ফলে প্রতিদিন কেউ না কেউ চর্মরোগে আক্রান্ত হয়। এজন্য সরকারের কাছে আমরা দাবি জানাই যাতে দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. মাহাবুব আলম বাচ্চু, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সাভার আশুলিয়া কমিটির সাধারণ সম্পাদক শেখ আল মামুন বিল্পব, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু প্রমুখ।
Leave a Reply