আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকদের ওপর হামলার ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ১১ অক্টোবর মঙ্গলবার সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নিশ্চিন্তপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জামগড়া এলাকায় অবস্থান নেয়। এর আগে গতকাল সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার জনরন সুয়েটার্স কারখানায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শ্রমিকদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। শ্রমিকরা জানায়, বকেয়া বেতনসহ কর্মকর্তা ছাঁটাইয়ের দাবিতে গত সোমবার থেকে শ্রমিকরা কাজ বন্ধ করে আন্দোলন করে আসছিলেন। পরে কারখানার ঝুট ক্রেতার লোকজন কারখানায় ঢুকে শ্রমিকদের ওপর হামলা করে। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সকালে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে জামগড়ার দিকে যায়। এ ব্যাপারে কারখানার সিকিউরিটি সুপারভাইজার আরিফ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কারখানার ঊর্ধ্বতন কর্মতার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তবে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। শ্রমিক নেতা রাকিবুল হাসান সোহাগ বলেন, কারখানার শ্রমিকদের ওপর হামলার খবর পেয়ে শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এখনও কিছু শ্রমিক আমার অফিসে রয়েছে। তবে কারখানার লিংকিং সেকশনের কর্মীরা বিক্ষোভ করেছেন। আমি এ হামলার তীব্র নিন্দা জানাই ও হামলাকারীদের শাস্তির দাবি জানাই।
Leave a Reply