1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
পরিচয় মিলেছে আশুলিয়ায় পাওয়া মস্তকহীন খণ্ডিত নারীর মরদেহের ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন নাজমুল হাসান অভি  সাভারে হত্যা মামলায় ওলামা লীগ নেতা ফয়েজ গ্রেপ্তার ধামরাইয়ে কলেজছাত্র হত্যায় দুই আ. লীগ নেতা গ্রেপ্তার সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আশুলিয়ায় কার্টুন বক্সে মিলল মাথাবিহীন তিন খন্ডিত নারীর মরদেহ সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ডা. সালাউদ্দিন বাবু সাভারে যুবদল নেতা নয়ন হত্যায় মামলা: আসামি ডা. এনামসহ ৮, তদন্তে পিবিআই আশুলিয়ায় টানা ৫২ ঘণ্টা পর নবীনগর-চন্দ্রা মহাসড়ক সচল প্রধান উপদেষ্টার কাছে আবেদন: মেট্রোরেল লাইন সাভার স্মৃতিসৌধ পর্যন্ত পুনর্বিন্যাস দাবি

আশুলিয়ায় যাত্রীর গায়ে বমি করে ছিনতাই চেষ্টা, গ্রেপ্তার ১

  • আপডেট সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় মিলন মোল্লা ওরফে মিজানুর রহমান (৩২) নামে এক বমি পার্টির সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে রাজধানী পরিবহণ বাসের যাত্রীরা। ১০ অক্টোবর মঙ্গলবার বিকেলে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড থেকে তাকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
আটক মিলন মোল্লা ওরফে মিজানুর রহমান রাজধানীর কাফরুল থানার সেনপাড়ার মনসুর মোল্লা ওরফে আলম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে কাফরুল থানায় একটি মাদক মামলা রয়েছে। যাত্রীর গায়ে বমি করে দিয়ে ছিনতাই করাই তার কাজ।

পুলিশ জানায়, মিরপুরের আদি ফ্যাশনের মালিক মাসুদ রানা তার পাইকারের কাছে বাকি টাকা নেওয়ার জন্য সকালে মিরপুর থেকে আশুলিয়ার বলিভদ্রবাজার এলাকায় বাসে করে আসেন। সেখানে তিনি তার ক্রেতাদের কাছ থেকে প্রায় ৪০ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন। পরে পল্লি বিদ্যুতের অন্যান্য ক্রেতার কাছে বাকি টাকা উত্তোলনের জন্য বলিভদ্রবাজার থেকে পল্লি বিদ্যুতে যাওয়ার জন্য রাজধানী পরিবহনের একটি বাসে উঠেন।
বাসটি বাইপাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে ব্যবসায়ী মাসুদ রানার গায়ে মিলন ও তার ২/৩ জন সহযোগী বমি করে দিয়ে সরি বলেন। পরে তারা ওই ব্যবসায়ীকে ঘিরে ফেলেন এবং বমি মুছে দেওয়ার ছলে কাছে থাকা টাকা ছিনতাই করার চেষ্টা করেন। এ সময় মিলনকে ধরে ছিনতাইকারী বলে চিৎকার দেন ভুক্তভোগী। পরে বাসের অন্যান্য যাত্রীরা মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হক বলেন, ঘটনাস্থল থেকে মিলন নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :