আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় মিলন মোল্লা ওরফে মিজানুর রহমান (৩২) নামে এক বমি পার্টির সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে রাজধানী পরিবহণ বাসের যাত্রীরা। ১০ অক্টোবর মঙ্গলবার বিকেলে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড থেকে তাকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
আটক মিলন মোল্লা ওরফে মিজানুর রহমান রাজধানীর কাফরুল থানার সেনপাড়ার মনসুর মোল্লা ওরফে আলম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে কাফরুল থানায় একটি মাদক মামলা রয়েছে। যাত্রীর গায়ে বমি করে দিয়ে ছিনতাই করাই তার কাজ।
পুলিশ জানায়, মিরপুরের আদি ফ্যাশনের মালিক মাসুদ রানা তার পাইকারের কাছে বাকি টাকা নেওয়ার জন্য সকালে মিরপুর থেকে আশুলিয়ার বলিভদ্রবাজার এলাকায় বাসে করে আসেন। সেখানে তিনি তার ক্রেতাদের কাছ থেকে প্রায় ৪০ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন। পরে পল্লি বিদ্যুতের অন্যান্য ক্রেতার কাছে বাকি টাকা উত্তোলনের জন্য বলিভদ্রবাজার থেকে পল্লি বিদ্যুতে যাওয়ার জন্য রাজধানী পরিবহনের একটি বাসে উঠেন।
বাসটি বাইপাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে ব্যবসায়ী মাসুদ রানার গায়ে মিলন ও তার ২/৩ জন সহযোগী বমি করে দিয়ে সরি বলেন। পরে তারা ওই ব্যবসায়ীকে ঘিরে ফেলেন এবং বমি মুছে দেওয়ার ছলে কাছে থাকা টাকা ছিনতাই করার চেষ্টা করেন। এ সময় মিলনকে ধরে ছিনতাইকারী বলে চিৎকার দেন ভুক্তভোগী। পরে বাসের অন্যান্য যাত্রীরা মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হক বলেন, ঘটনাস্থল থেকে মিলন নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply