1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

আশুলিয়ায় বৃষ্টির পানিতে ডুবে মরলো তিন হাজার মুরগির বাচ্চা

  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বৃষ্টির পানিতে ডুবে একটি মুরগির খামারে প্রায় তিন হাজার ব্রয়লার মুরগির বাচ্চা মারা গেছে। ১১ মে শনিবার সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নোরিঙ্গারটেক এলাকার ‘অভি পোল্ট্রি ফার্ম’ নামের মুরগির খামারে এ ঘটনা ঘটে। খামারের কর্মচারী আবুল কালাম বলেন, এই খামারে দুটি শেড রয়েছে এর মধ্যে একটি বড় একটি ছোট। গত পরশু বড় শেডটিতে তিন হাজার বাচ্চা আনা হয়। শনিবার সকালে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে শেডের একপাশের টিনের চাল ঝড়ে উড়ে যায়। এসময় শেডের ভেতরে বৃষ্টির পানি প্রবেশ করলে পানিতে ডুবে সব বাচ্চা মারা যায়। আমরা অনেক কষ্টে মাত্র ৫০/৬০টি বাচ্চা বাঁচাতে পেরেছি।এব্যাপারে খামারের মালিক নুরুল আলম বলেন, সকালে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে খামারে মাত্র একজন কর্মচারী ছিল। কর্মচারী একা কিছুই করতে পারেনি। বৃষ্টির পানিতে ডুবে সব বাচ্চা মারা গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। আমরা মৃত বাচ্চাগুলোকে মাটির নিচে চাপা দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :