আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান মিঠু (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ১৬ মে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার বাগবাড়ি এলাকায় ফরিদ মন্ডলের মালিকানাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক মাহফুজুর রহমান মিঠু লালমনিরহাট সদর থানার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের সাবের আলীর ছেলে। আশুলিয়ায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রী হিসেবে কাজ করতেন তিনি। জানা যায়, সারাদিন কাজ শেষে সন্ধ্যায় চিলেকোঠা ছাদের ঠালাই দিতে গেলে আলো স্বল্পতা দেখা দেয়। এ সময় মিঠু নিজেই বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তারে হাত লাগাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রায় ১ মিনিটের মত তারের সাথে ঝুলে থাকার পর উদ্ধার করেন সহকর্মীরা। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মী নির্মাণ শ্রমিক খোকন বলেন, মিঠু মিস্ত্রী ছিলেন আর আমরা ৩ জন হেল্পার হিসেবে কাজ করছিলাম। সিড়ির চিলেকোঠার ছাদের ঢালাই কাজ চলছিল। পরে সন্ধ্যা হয়ে গেলে লাইট লাগানোর জন্য বৈদ্যুতিক তার সংযোগ দেয়ার চেষ্টা করছিলেন তিনি। পরে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তারের সাথে প্রায় ১ মিনিট ধরে লেগেছিল। তার ছোটার পর আমরা ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসতে আসতেই মারা যায় সে। নিহতের বড় ভাই মাসুম বলেন, আমার সাথে সাড়ে ৬ টার দিকেও মিঠুর কথা হয়েছে। এরপরেই খবর আসে যে তাকে হাসপাতালে নিয়ে আসতেছে। আমি ছুটে এসে দেখি আমার ভাই আর নেই। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, আমরা এখনও এমন কোন খবর পাইনি। খোঁজ নিয়ে দেখছি।
Leave a Reply