আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বাস ও রিকশা পোড়ানোর ঘটনায় দুটি মামলা হয়েছে। বাস পোড়ানোর মামলায় ৩২ জন ও রিকশা পোড়ানো মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে। ৩০ জুলাই রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান। এর আগে, ২৯ জুলাই শনিবার দুপুরে আশুলিয়ার নিরিবিলি এলাকায় বিকাশ পরিবহনের একটি বাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে আশুলিয়া বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা পোড়ানোর ঘটনা ঘটে। পরে রাতে আশুলিয়া থানায় মামলাগুলো করা হয়। ওসি কামরুজ্জামান বলেন, গতকাল বাস ও অটোরিকশা পোড়ানোর ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলার আসামিরা সবাই বিএনপি সমর্থিত লোকজন। বাস পোড়ানোর মামলার বাদী বাসের মালিক। অটোরিকশা পোড়ানোর মামলার বাদী পুলিশ।
Leave a Reply