আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় প্রাইভেটকারে করে ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় আরও ৩-৪ জন ছিনতাইকারী পালিয়ে যায়। ৩ জুলাই সোমবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারী শফিকুল ইসলাম (২৮) পটুয়াখালী জেলার সদর থানার বরুণবাড়িয়া এলাকার রাজ্জাক মোল্লার ছেলে। তিনি ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় গাড়িতে উঠার জন্য কয়েকজন যাত্রী দাঁড়িয়ে ছিলেন। এ সময় সাদা রঙের একটি প্রাইভেটকার চলন্ত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে প্রাইভেটকারটি বিশমাইলেই নষ্ট হয়ে গেলে ভুক্তভোগীরা সেখানে দৌড়ে গিয়ে ছিনতাইকারীদের প্রাইভেটকারটি আটক করে। এ সময় অবস্থা বেগতিক দেখে গাড়ি থেকে অন্য ছিনতাইকারীরা পালিয়ে গেলেও স্থানীয়রা একজনকে আটক করে গণধোলাই দেয়। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply