1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

আশুলিয়ায় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যাচেষ্টা

  • আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার জিরানী বাজারে এলাকায় মুরাদ হোসেন (২৫) নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ ডিসেম্বর রবিবার বেলা সাড়ে ১১ টারদিকে জিরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মুরাদ হোসেন আশুলিয়ার কলতাসূতি রত্নাসীট এলাকার আলকাস হোসেনের ছেলে। তিনি মীরপুর ১৪, ২ এপিবিএন সংযুক্ত ক্যাম্পে কর্মরত রয়েছেন। ১০ দিনের অতিরিক্ত ছুটিতে বাড়িতে আসেন তিনি। আহতের বাবা আলকাছ জানান, বেশ কয়েকদিন আগে তার ছেলে পুলিশ সদস্য মুরাদ অতিরিক্ত ছুটিতে বাড়িতে আসে। রবিবার বেলা ১১ টারদিকে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে জিরানী বাজারে একটি প্রাইভেট হাসপাতালে তার স্ত্রীর জন্য ডাক্তারি সার্টিফিকেট আনতে যায়। এসময় পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব থেকেই সেখানে অবস্থান নেওয়া আশুলিয়ার কলতাসূতি এলাকার শওকত হোসেনের ছেলে ওসমান গনি সাগর (২৮), একই এলাকার মৃত আজিজ বেপারীর ছেলে আমান উল্লাহ (৪৫), শামসুল হকের ছেলে আওলাদ হোসেন (৩২), মৃত সাত্তার বেপারীর ছেলে শওকত হোসেন (৫৪), আব্দুল হালিম বেপারীর ছেলে সাদ্দাম হোসেন (৩০), শামসুল হকের ছেলে সুমন (২০), মৃত জব্বার বেপারীর ছেলে ইব্রাহিম (৩৫), মৃত আজিজ বেপারীর ছেলে হালিম বেপারী (৫৮), সাত্তার বেপারীর ছেলে পলাশ (৪৮) এবং পলাশের ছেলে রাকিব (২০)সহ অজ্ঞাতনামা ৫/৬ জন তাকে লোহার রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। পরে প্রথমে তাকে স্থানীয় ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, বিষয়টি স্থানীয় নেতাদের কাছ থেকে শুনেছি। তবে এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাইনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :