মো: শাহিন: আশুলিয়ায় কারখানা থেকে ডেকে নিয়ে রবিউল (২২) নামের এক গার্মেন্টসকর্মীকে বেধড়ক পিটিয়ে জীবিত অবস্থায় বস্তাবন্দি করে ধামরাইয়ের একটি পুকুর পাড়ে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৩১ জুলাই সোমবার বেলা ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ভাড়ারিয়া বাজার এলাকার আরিফের পুকুরপাড় থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ।আটকরা হলেন- আশুলিয়ার ইউনিক এলাকার হাজী আলম ভুঁইয়া (৫৫), সেলিম ভুঁইয়া (৪০), আজহার ভুইয়া (২৪), ফারুক ভুঁইয়া (৩৫) ও ফরহাদ ভুঁইয়া (৩০)। নিহত রবিউল আশুলিয়ার গাজিচটের চারালপাড়ার আলতাফের ছেলে৷ তিনি আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ডে আলম ভূইয়ার মালিকানাধীন ভবনের একটি পোশাক কারখানায় কাজ করতেন৷ বস্তাবন্দী অবস্থায় ঢাকার ধামরাইয়ের একটি পুকুরপাড় থেকে রবিউলকে জীবিত উদ্ধার করা হয়। এসময় প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশে একটি গাড়ি থেকে হুট করে বস্তার মত পুকুরের পাশে কি যেনো একটা ফেলে দেওয়া হয়। কাছে গিয়ে দেখা যায় বস্তা নরাচরা করছে। পরে বস্তার মুখ খুলার পর রক্তাক্ত অবস্থায় রবিউলকে দেখা যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। রবিউলের দুই পাঁ ভেঙে এক পা ও হাতের সিরা কেটে ফেলা হয়েছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের প্রতিবেশী জানায়, সম্প্রতি আলম ভুঁইয়ার দুই ছেলেকে কুপিয়ে আহত করে চারালপাড়া এলাকার একাধিক মামলার আসামি সোহাগ ও তার সহযোগীরা। এঘটনায় আলম ভুঁইয়ার পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় দুই নম্বর আসামি ছিলেন নিহত রবিউল। এমন রেষ থেকে রবিউলকে কারখানা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পান্নু মিয়া বলেন, আমরা হাসপাতাল থেকে নিহতের মরদেহে উদ্ধার করেছি৷ নিহতের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, এঘটনায় কয়েকজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
Leave a Reply